বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে অপহরণের পর হাত-পা বাধা অবস্থায় সিরাজুল ইসলাম নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল রশিদ সরকার জানান, সিরাজুল বগুড়া শহরের কানছগাড়ি এলাকায় একটি ফিজিওথেরাপি সেন্টারে চাকরি করেন। শনিবার বিকেলে কর্মস্থল থেকে বের হলে দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তোলেন।
পরে একটি মোটরসাইকেলে করে সিরাজুলকে নন্দীগ্রাম উপজেলার কুচাইগাড়ি শ্মশান এলাকায় নেওয়া হয়।
কুচাইগাড়ির স্থানীয়রা জানান, দুই ব্যক্তি হাত-পা বেঁধে সিরাজুলকে হত্যার চেষ্টা করছিলেন। এ সময় তিনি চিৎকার করলে আশেপাশে থাকা লোকজন এগিয়ে যান। তাদের দেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এসআই আব্দুল রশিদ সরকার বলেন, ‘সিরাজুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছিল। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’