সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্রেফতার চার জেএমবি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে তাদের সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মল্লিকা বসাকের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় তিনি।
গ্রেফতার জেএমবির সদস্যরা হলেন, পাবনা ও সিরাজগঞ্জের আঞ্চলিক নেতা দিনাজপুর জেলার শরাসাহাপাড়া গ্রামের আতিউর রহমান, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার দাড়মুধা গ্রামের শামীম হোসেন ওরফে কিরণ, একই গ্রামের নাইমুল ইসলাম ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামের আমিনুল ইসলাম শান্ত।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা তাদের কারাগারে পাঠানোর তথ্য জানিয়েছেন।
এর আগে বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২ এর ডিএডি আনারুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত চার জেএমবির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন ধারায় শাহজাদপুর থানায় তিনটি মামলা করেন।
র্যাব জানিয়েছে, রাজশাহীতে আটক জঙ্গি সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায় শামীম হোসেন ওরফে কিরণ রাজশাহী জেএমবির আঞ্চলিক কামান্ডার মাহমুদের সেকেন্ড ইন কমান্ড এবং পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক নেতা। তারা জেএমবির সামরিক শাখার সদস্য। দীর্ঘদিন ধরে জেএমবির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংগঠন পরিচালনার জন্য চাঁদা সংগ্রহ করতেন বলে স্বীকার করেছেন। তারা পরিচয় গোপন করে তাবলিগ জামাতের ছদ্মবেশে কার্যক্রম পরিচালনা করছিলেন।
সম্প্রতি নাশকতার পরিকল্পনায় শাহজাদপুরের উকিল পাড়ায় অস্থায়ীভাবে একটি বাসা ভাড়া নেন। সেখানে অস্ত্র সংগ্রহসহ বোমা তৈরির চেষ্টা করছিলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে ৫ রাউন্ড ফায়ার করেন।
শুক্রবার দুপুরে তারা র্যাবের কাছে আত্মসমর্পন করেন। র্যাব ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি (ফায়ারকৃত কার্তুজ), দেশীয় অস্ত্রসহ বোমা তৈরির বিপুল সরঞ্জামাম উদ্ধার করে।