আল্লামা গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে হাফেজ মাওলানা আব্দুস সোবহান। তাকে দরবার শরীফ মসজিদের পাশে দাফন করা হয়
ইসলামি বক্তা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার ভোর ৪টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিন বিকেলে আসরের নামাজের পরে আড়াইবাড়ী কামিল মাদরাসার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় তাকে শেষবারের মতো দেখতে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের ভক্ত ও মুসল্লিরা ভীড় জমান।
জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে হাফেজ মাওলানা আব্দুস সোবহান।
আল্লামা গোলাম সারোয়ার সাঈদীকে দরবার শরীফ মসজিদের পাশে দাফন করা হয়।
পীর সাহেব আড়াইবাড়ী নামে সারাদেশে খ্যাতি ছিল ঢাকা আলিয়া মাদরাসার সাবেক এই শিক্ষার্থীর।