ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের সাত দিন পর সালমা খাতুন নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের সাত দিন পর সালমা খাতুন নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সালমা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ভাতিয়া গ্রামের আহাম্মদ আলীর মেয়ে।
শনিবার দুপুরে ওই গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে ১২ বছর বয়সী সালমার মরদেহ উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত ১৪ নভেম্বর সালমা বাড়ি থেকে নিখোঁজ হয়। সকালে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে লোকজন থানায় খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি আবুল খায়ের বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।