বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবিতে শনিবার ফরিদপুর ও নাটোরে চিনিকলের ফটকের সামনে সভা করেছেন শ্রমিক-কর্মচারীরা।
বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
দাবিগুলো হলো চিনিকলে কর্মরত শ্রমিক কর্মচারীদের পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি এবং চাষিদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন আখ মাড়াই মৌসুমের আগে যাবতীয় মালামাল সরবরাহ করা, আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ ও কীটনাশকসহ জরুরি উপকরণ সরবরাহ।
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনের সভায় সভাপতিত্ব করেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ।
এতে বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, শ্রমিক নেতা মনিরুল ইসলাম, সুভায় রায়, আব্দুল বারিক, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আখচাষী নেতা আকরাম হোসেন মিয়া, জহুরুল হক, ওহিদুজ্জামান বাবলু মিয়া প্রমুখ।
বক্তারা পাঁচ দফা দাবি মেনে নিয়ে চিনিকলগুলো সচল রাখার আহ্বান জানান।
এদিকে একই দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে নাটোর সুগার মিলের প্রধান ফটকের সামনে সভা হয়।
বক্তব্য দেন নাটোর সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক মনসুর রহমান, বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের সহসভাপতি মোসলেম উদ্দিন প্রামাণিক, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন, শ্রমিক নেতা আবু রায়হান ভুল, সুজাউল মতিন প্রমুখ।