কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মজিবর রহমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মজিবর রহমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার ভোটমারী ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মজিবর রহমান ওই এলাকারই বাসিন্দা।স্থানীয়রা জানান, মাস্টারপাড়া এলাকায় রেললাইনের ওপর ছাগল চরাচ্ছিলেন মজিবর রহমান। লালমনিরহাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস কাছাকাছি চলে এলে লাইন থেকে ছাগলটি রক্ষায় এগিয়ে যান তিনি। তখন ট্রেনের ধাক্কায় মজিবর ছিটকে পড়ে গুরুতর আহত হন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতার কথা জানিয়েছেন।