কক্সবাজার শহরে ছুরিকাঘাতে মো. সাবিল (১৯) নামের এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার সরকারি কলেজের কাছে দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় এ ঘটনায় ঘটে।
সাবিল কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। তিনি ওই এলাকার হাকিম উল্লাহর ছেলে।
সাবিলের ফুফাতো ভাই মোহাম্মদ শহিদ জানান, সকালে দক্ষিণ জানার ঘোনা এলাকায় হোসেন নামে এক যুবকের সঙ্গে সাবিল ও তার বন্ধু মোবারকের কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পর হোসেন ছুরি নিয়ে এসেছে সাবিলের বুকসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় সাবিলকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই সাবিলের মৃত্যু হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস জানান, অভিযুক্ত হোসেনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তিনি দক্ষিণ জানার ঘোনা এলাকার কলিমউল্লাহর ছেলে। সাবিলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।