গাজীপুর মহানগরের দিঘির চালা এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে নগরীর সেবা হাসপাতালের পেছনে রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
বাসন থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকাল সোয়া আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে কালো গেঞ্জি, কালো প্যান্ট ও বাম পায়ে কেডস ছিল।
গাজীপুর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) সজিবুল হাসান জানান, নিহত যুবকের পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর ঘাতকরা তাকে ওই স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ওই যুবকের ডান পায়ের কেডসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনের স্পিডব্রেকারের পাশে পাওয়া গেছে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ভোটার আইডির তথ্য মিলিয়ে তার পরিচয় জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য দুপুর ১টার দিকে মরদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ইলতুৎমিশ, বাসন থানার ওসি মো. রফিকুল ইসলামসহ গাজীপুর পিবিআই সদস্যরা।