ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অজ্ঞাতপরিচয় এক বেলুন বিক্রেতা ও এক পথচারী নিহত হয়েছে।
শুক্রবার রাতে বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাটামারা গ্রামের নসুর দোকান এলাকার এ ঘটনায় আহত হয়েছে আরও আট জন।
নিহত পথচারী হাসনাইন (১৮) বাটামারা গ্রামের বাদশা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নসুর দোকান এলাকায় সন্ধ্যার পর থেকে অজ্ঞাতপরিচয় এক বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছিলেন। রাত সাড়ে নয়টার দিকে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এতে বেলুন বিক্রেতা ও হাসনাইন ঘটনাস্থলে মারা যান। আহত হন অন্তত আট জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত একজনের নাম জানা গেছে। বেলুন বিক্রেতার নাম-পরিচয় জানা যায়নি।