বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রীকে পেট্রলে ঝলসে শ্বশুরকে ফোন

  •    
  • ২০ নভেম্বর, ২০২০ ২৩:৪৭

রাঙ্গুনিয়ার ওই নারীর শরীরের ৪০ শতাংশ পুড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের নিচের অংশ।

যৌতুক না পেয়ে স্ত্রীকে পেট্রল ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার ভোরে রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের গোয়ালপুরা গ্রামের সন্দ্বীপ পাড়ায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত মোহাম্মদ রাসেল (৩০) সন্দ্বীপ পাড়ার শফিকুল ইসলামের ছেলে।

ওই নারীকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার নিউজবাংলাকে বলেন, সকাল ৬টার দিকে রাঙ্গুনিয়া থেকে ওই নারীকে হাসপাতালে আনা হয়। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, রাঙ্গুনিয়ার ওই নারীর শরীরের ৪০ শতাংশ পুড়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের নিচের অংশ।

অভিযুক্ত মোহাম্মদ রাসেলকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই নারীর বাবা।

মামলার বরাতে ওসি বলেন, আট বছর আগে ওই নারীর সঙ্গে রাসেলের বিয়ে হয়। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। যৌতুকের জন্য স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন রাসেল। বৃহস্পতিবার তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে শুক্রবার ভোর ৪টার দিকে স্ত্রীকে পেট্রল ঢেলে ঝলসে দেয় রাসেল। এরপর রাসেল তার শ্বশুরকে ফোন করে স্ত্রীকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয়ার খবর দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে ওই নারীকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিভাগের আরো খবর