বরিশাল বিভাগে ১০ মাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে ২৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ক্ষয়-ক্ষতির এই হিসাব প্রকাশ করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এবিএম মমতাজ উদ্দিন আহমেদ জানান, বিভাগের ছয় জেলায় ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৪১৫টি অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। ১০ মাসে ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সাড়ে ২৭ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
তিনি জানান, অগ্নিকাণ্ডের পর ধংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে ৫২ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৫০০ টাকার সম্পদ।
সবশেষ গত বুধবার ভোরে বরিশাল সদরের লামছড়ি গ্রামে বাড়িতে আগুনে পুড়ে আট বছরের শিশু মোহাম্মদ রেজাউলের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার মো. রবিউলের ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, ১০ মাসে আগুনে বরিশালে এটিই মৃত্যুর ঘটনা।
এই সময়ে বরিশাল বিভাগে সড়ক-নৌসহ অন্যান্য দুর্ঘটনায় ঘটেছে ২৩৬টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০১ জন, নিহত হয়েছেন ৭৮ জন।
মমতাজ উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলায় মানুষের সচেতনতা আরও বাড়াতে হবে।’