বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাখি শিকারিদের সহায়তার দায়ে দণ্ড

  •    
  • ২০ নভেম্বর, ২০২০ ১৮:২১

ইউএনও মতিউর রহমান খান জানান, ক্রেতা সেজে তিনি শুক্রবার সকালে বনগজ এলাকায় পাখি শিকারীদের ধরতে যান। এ সময় হিরণ মিয়া শিকারিদের পালিয়ে যেতে সহায়তা করেন।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাখি শিকারিকে পালিয়ে যেতে সহযোগিতার অপরাধে হিরণ মিয়া নামে (৪০) এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সকালে আজমিরীগঞ্জ-বানিয়াচং সীমান্তে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযানে যায় ভ্রাম্যমান আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান।

ইউএনও জানান, ক্রেতা সেজে তিনি শুক্রবার সকালে বনগজ এলাকায় পাখি শিকারীদের ধরতে যান। এ সময় হিরণ মিয়া পাখি শিকারিদের পালিয়ে যেতে সহায়তা করেন। সরকারি কাজে বাধা দেয়ায় তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

হিরণ মিয়া উপজেলার শিবপাশা এলাকার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা।

ওই এলাকায় পাখি শিকারীদের ফাঁদ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা পাখি ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ইউএনও মতিউর রহমান।

এ বিভাগের আরো খবর