বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘুরতে গিয়ে তরুণের মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

  •    
  • ২০ নভেম্বর, ২০২০ ১৭:০৭

শুক্রবার সকালে কক্সবাজার থেকে টাঙ্গাইলের আদালতপাড়ায় নিজ বাড়িতে সোহাগের মরদেহ নিয়ে আসা হয়। এর আগে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।   

টাঙ্গাইলের তরুণ সোহাগ বাবু শেখের মৃত্যু কক্সবাজারের হোটেল ভবন থেকে পড়ে নয়, তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের।  

মঙ্গলবার রাতে কক্সবাজারের কলাতলীর ক্ল্যাসিক সি রিসোর্টের আট তলা ভবন থেকে পড়ে ঊনিশ বছর বয়সী সোহাগ বাবু শেখ মারা যান বলে খবর পাওয়া যায়। 

শুক্রবার সকালে কক্সবাজার থেকে টাঙ্গাইলের আদালতপাড়ায় নিজ বাড়িতে সোহাগের মরদেহ নিয়ে আসা হয়। এর আগে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত হয়।   

নিহত সোহাগ বাবু শেখ টাঙ্গাইল পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের মোনায়েম খানের ছোট ছেলে। 

মোনায়েম খান সাংবাদিকদের বলেন, ‘এটা আত্মহত্যা না। দ্বীপ আমার ছেলেকে হত্যা করেছে। ছেলেকে হত্যার বিচার চাই।’

সোহাগের ভাই নাছির বলেন, ‘ঘটনার আগে সোহাগ বড় ভাইয়ের কাছে ফোন করে ৬০০ টাকা চায়। বড় ভাই বিকেলে দিতে চাইলে তাকে জরুরিভাবে পাঠাতে বলা হয়। নাহলে দ্বীপ তাকে মারবে বলে জানায় সোহাগ। কিন্তু টাকা পাঠানোর পরও সোহাগকে তারা মারধর করে।’

‘বাবু আরও বলেছিল তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কেউ ফোন দিলে ওদের কথা না শুনতে। তারপর আর কোনো যোগাযোগ করতে পারিনি আমরা। ফোন বন্ধ ছিল সোহাগের। পরে মঙ্গলবার রাতে আমরা খবর পাই, ও নাকি আত্মহত্যা করেছে। আমরা এটা বিশ্বাস করি না। আমার ভাইয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ বলেন নাছির। 

নাছির আরও জানান, ১৪ নভেম্বর টাঙ্গাইলের আদালত পাড়া ক্লাবের পক্ষ থেকে ৫২ জনের একটি দল নিয়ে কক্সবাজারে ভ্রমণে যান তারা। সেখানে তারা কলাতলীর ক্ল্যাসিক সি রিসোর্ট হোটেলে ওঠেন। বাবু হোটেলের ৮০২ নম্বর কক্ষে ছিল। হঠাৎ বাবু আটতলা থেকে নিচে পড়ে যায় বলে খবর আসে। তখন তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দ্বীপও টাঙ্গাইলের আদালত পাড়ার বাসিন্দা। দ্বীপের মা বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। আমার ছেলে এ কাজ করতে পারে না।’

এ ঘটনায় সোহাগের পরিবারের পক্ষ থেকে টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

টাঙ্গাইল সদর থানা-পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। 

এ বিভাগের আরো খবর