অনুমোদন না থাকায় টাঙ্গাইল শহরের তিনটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রসাশনের অভিযান পরিচালনাকারী দল। শুক্রবার সকালে শহরের সাবালিয়া ও কোদালিয়া এলাকায় অভিযান চালিয়ে টাঙ্গাইল আই কেয়ার সেন্টার, এসএসএস চক্ষু হাসপাতাল ও একতা ক্লিনিককে বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিক ও সাধারণ সম্পাদক বজলুর রহিম রিপনসহ অনান্য কর্মকর্তারা।
ওয়াহীদুজ্জামান বলেন, 'টাঙ্গাইলের কয়েকটি ক্লিনিক অনুমোদনহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে- এমন তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে তিনটি ক্লিনিক বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে কাগজপত্র ঠিক করে পরবর্তীতে ক্লিনিকের কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় ওই সব ক্লিনিকের মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।’