জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মুজিববর্ষ সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একশ প্রতিযোগীকে সংবর্ধনা দিয়েছে সাভার সেনানিবাস।
বৃহস্পতিবার বিকেলে সেনানিবাসের প্যারেড মাঠে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদীন এই সংবর্ধনা প্রদান করেন। এ সময় ডিভিশনটির উর্ধ্বতন সেনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
৮ নভেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে যাত্রা শুরু করে সাইক্লিস্ট দলটি প্রথম দিন পঞ্চগড়, পরে সৈয়দপুর, রংপুর, বগুড়া ও টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাস হয়ে বৃহস্পতিবার সাভার সেনানিবাসে এসে পৌঁছায়।
সংবর্ধনা অনুষ্ঠানে মেজর জেনারেল সাইফুল আবেদীন বলেন, সেনাবাহিনী পর্যায়ে আয়োজিত মুজিববর্ষ সাইক্লিংয়ে সম্পৃক্ত হতে পেরে আমরা আনন্দিত। আপনারা এক বিরল ইতিহাস গড়তে চলেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই দীর্ঘ পথ সাইকেল চালিয়ে শেষ করা বেশ দুঃসাহসিক ও চ্যালেঞ্জিং। আপনাদের উদ্দীপনা দেখে আমরা সকলে মুগ্ধ ও অনুপ্রাণিত।’
প্রতিযোগিতায় ১০০ জন সেনা সাইক্লিস্ট (নারী ও পুরুষ সদস্য) সাইকেল চালিয়ে তেঁতুলিয়ার বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন।
প্রতিযোগিতাটি আগামী ৪ ডিসেম্বর টেকনাফের শাহপরী দ্বীপে শেষ হবে ।