ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামে প্রতিবেশীদের ‘মারধরে’ বদর উদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিুযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের প্রজেক্ট পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা নিউজবাংলাকে জানিয়েছেন, প্রতিবেশী জিয়া মোল্লা নিজ বাড়িতে ধান মাড়াই করছিলেন। ধান মাড়াইয়ের ধুলা কৃষক বদরের বাড়িতে যায়। এ নিয়ে বদর ও জিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিয়া ও তার পরিবারের লোকজন বদরকে কিল-ঘুষি মারেন।
পরে বদরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে বদরের মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, ঘটনার পর পরই জিয়া ও তার সহযোগীরা পালিয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ মামলা করেননি।