বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়দার গুদামে মাচা ভেঙে দুই শ্রমিক নিহত

  •    
  • ১৯ নভেম্বর, ২০২০ ২২:০৯

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, গুদামের ভেতরে কোনো জানালা ছিল না। ভাঙা মাচার নিচে চাপাপড়ার পর অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি ময়দা কারখানার গুদাম পরিষ্কার করার সময় মাচা ভেঙে পড়ে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবীগঞ্জের আকিজ ফ্লাওয়ার মিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিকেরা হলেন উপজেলার একরামপুর এলাকার রাজু মিয়া ও সদর উপজেলার ফতুল্লার কায়েমপুর এলাকার অন্তর চন্দ্র। 

প্রত্যক্ষদর্শীরা নিউজবাংলাকে জানিয়েছেন, রাজু ও অন্তর বেলা একটার দিকে আটা-ময়দা রাখার গুদাম পরিষ্কার করতে ভেতরে ঢোকেন। রশি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে কাজ করার সময় হঠাৎ মাচাটি ভেঙে পড়ে। এসময় শরীরের সুরক্ষা বেল্ট ছিড়ে রাজু নিচে পড়ে যান।

রাজুকে বাঁচাতে গিয়ে অন্তরও নিচে পড়ে যান। তারা দুজনই ভেতরে আটকা পড়েন।

এ ঘটনায় বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় বেলা তিনটার দিকে গুদামের প্ল্যাট কেটে তাদের দুজনকে উদ্ধার করেন। পরে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজু ও অন্তরকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ্ আরেফিন জানান, গুদামের ভেতরে কোনো জানালা ছিল না। মাচার নিচে দুজন চাপা পড়েন। অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দীন ভুইয়া জানান, এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেনি। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ বিভাগের আরো খবর