গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছোট যুগীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো তিন বছরের হুমাইয়া আকতার ও দুই বছরের মেঘলা আকতার। হুমাইয়া ছোট যুগীপাড়া গ্রামের হাসু মিয়ার মেয়ে ও মেঘলা মোশারফ হোসেনের মেয়ে।
স্বজনরা জানিয়েছেন, হুমাইয়া ও মেঘলা বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা নিখোঁজ হয়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে।
পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসেন নিউজবাংলাকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।