চট্টগ্রাম নগরের সদরঘাটে আবাসিক হোটেল থেকে তরিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তরিকুল বরিশালের কবির আহমেদের ছেলে।
চট্টগ্রাম নগরের সদরঘাটে আবাসিক হোটেল থেকে তরিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আবাসিক সিটি গেস্ট হাউজের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরিকুল বরিশালের কবির আহমেদের ছেলে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, তরিকুল ১০ নভেম্বর থেকে ওই হোটেলে ছিলেন। তার কক্ষ থেকে কীটনাশকের বোতল ও টেবিলে একটি খাতা পাাওয়া গেছে। খাতায় তার পরিবারের একাধিক সদস্য মোবাইল নাম্বার ছিল। তাদের কাছ থেকে তরিকুলের পরিচয় জানা গেছে।
ওসি বলেন, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তরিকুলের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।