যুবদল নেতার সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে বেনাপোলে আসা পণ্য বোঝাই ভারতীয় ট্রাক থেকে মদসহ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট এলাকা থেকে ভারত থেকে আসা ট্রাকটি (ডব্লিউবি ৭৮-১৭৫০) জব্দ করা হয়। পরে কাস্টমস ও বিজিবির যৌথ তল্লাশিতে আমদানি নিষিদ্ধ ২১ বোতল বাংলা মদ, ২৭৯০ পিস ক্লপ জি ক্রিম, ২৪ কেজি কিটকাট চকলেট, ২০ বক্স প্লেইং কার্ড, ১০ কেজি কসমেটিকস সামগ্রী, ৬ কেজি জিরা ও দুই কেজি কিসমিস পাওয়া যায়।
ট্রাকের চালক বা সহকারী চালক পাওয়া যায়নি।
বেনাপোলের এই সিএন্ডএফ এজেন্ট বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিক সাবেক ছাত্রদল নেতা রোকনুজ্জামান। তিনি বর্তমানে স্থানীয় যুবদলের রাজনীতিতে জড়িত। তার ভাই নূরুজ্জামান লিটন যুবদলের খুলনা বিভাগীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
আমদানিকারক প্রতিষ্ঠান গাজীপুরের পাওয়ারম্যান বাংলাদেশ লিমিটেড।
কাস্টমস সূত্র জানায়, ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার প্রসাধনী ও মেশিনারি পণ্যের সঙ্গে মাদক আসছে- এমন গোপন তথ্যে ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটিতে ৬ কনসাইনমেন্ট আমদানিকৃত পণ্য ছিল। যার ৫ কনসাইনমেন্ট ৯নং শেডে নামানোর পর অন্য চালানটি ৪০নং শেডে নামানোর উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। ট্রাকটি পোর্ট থানার সামনে থেকে জব্দ করা হয়।