বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাত্রী দেখানোর কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: গ্রেফতার ৭

  •    
  • ১৯ নভেম্বর, ২০২০ ১৩:৫৫

দেখার কথা বলে কৌশলে পাত্রীকে ডেকে নেয়া হয়। পরে রাতে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

নাটোরের লালপুরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় সাত জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এদের মধ্যে চার জনকে হাতেনাতে ধরে এলাকাবাসী।  বুধবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে আটক করা হয় তিনজনকে। 

লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার জানান, মঙ্গলবার বিকেলে বড়াইগ্রাম উপজেলার চল্লিশ বছর বয়সের এক নারী তার ছেলের পাত্রী দেখতে ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে রাশেদুল ইসলামের বাড়িতে আসেন। পরে তাকে আমজাম তলা এলাকায় নিয়ে রাশেদুলসহ অন্তত ১৪ জন ধর্ষণ করেন।

এ সময় চার জনকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে আরও তিন জনকে ধরা হয়। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন ওই নারী।

গ্রেফতার সাত জন হলেন- লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের রাশেদুল ইসলাম (৩৬), ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের আকমল সরদার (৪৫), আমিনপাড়া গ্রামের রবিউল ইসলাম সরকার (৪৫), পশ্চিমপাড়া গ্রামের জিল্লুর রহমান (৪২), তরিকুল ইসলাম (৩৫), বাজার পাড়া গ্রামের জীবন ইসলাম (২৫) ও বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের রায়হান ফকির (৩৮)।এলাকাবাসী বলেন, গ্রেফতার সবাই মাদকাসক্ত।

এ বিভাগের আরো খবর