নরসিংদী সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাসেল মৃধা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত নয়টার দিকে শহরের নাগরিয়াকান্দির ইউএমসি জুটমিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রাসেলের বাড়ি শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ছোট ভাই তারেক মৃধা জানান, রাসেল নরসিংদী সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করে শহরের বিভিন্ন মহল্লায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। রাত নয়টার দিকে নাগরিয়াকান্দিতে পড়ানো শেষে ভাড়া বাসায় ফিরছিলেন৷ এ সময় রাসেল ফোনে জানান, বেলায়েত হোসেন মৃধা ও তার ভাইয়েরা পিছু নিয়েছে। তারপর থেকে আর ফোন রিসিভ করেননি তিনি।
পুলিশ জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাসেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, বেলায়েত হোসেন মৃধা তাদের প্রতিবেশী। ১৭ বছর ধরে জমি নিয়ে তার সঙ্গে নিহতের পরিবারের বিরোধ চলছিল। এ বিষয়ে মামলাও হয়। আদালত তাদের পক্ষে মামলার রায় দেয়ার পর থেকে বেলায়েত নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।
ওসি বিপ্লব জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।