সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় চালকসহ এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বাইকে থাকা আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় বেলকুচি পৌর একার সুবর্ণসাড়া (এমপি) রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেলকুচি পৌর এলাকার শেরনগর গ্রামের হাকিম মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৭) ও কুদ্দুস মুন্সির ছেলে হযরত আলী (২৪)। আহত একই গ্রামের সোনাউল্লাহর ছেলে ফরহাদ আহম্মেদ (২৪)।
স্থানীয়রা জানান, এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী সবুজ বাংলা বাসটি বিপরীত থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হন। অন্যজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।