বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নকল সোনার বারসহ আটক ৭

  •    
  • ১৮ নভেম্বর, ২০২০ ২৩:০২

আটককৃতদের কাছ থেকে ১০টি নকল সোনার বারসহ নকল সোনার হাতলযুক্ত দুটি চামচ, একটি পপলাল মেটাল পলিশ, হাতলসহ এক্স ব্লেড, ড্রিল মেশিন, সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহে নকল সোনার বার কেনাবেচা চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। এ সময় তাদের কাছ থেকে ১০টি নকল সোনার বার, একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জেলা সদর ও বুধবার সকালে শম্ভুগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রুবেল মিয়া (৩০), শিপন (২৮), আমিনুল ইসলাম (২৫), আব্দুর রশীদ (৩৫), মোশাররফ হোসেন (৩২), সাইফুল (৩৫) ও রাব্বিল হাসান (২৫)।

সংবাদ সম্মেলনে র‍্যাবের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিন জানান, ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে নকল সোনার বার আসল বলে বিক্রি করে টাকা হাতিয়ে আসছিল। গোপন সংবাদে মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ময়মনসিংহ সদরে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করা হয়।

পরে ওই চারজনের দেয়া তথ্যে বুধবার সকালে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় ফের আভিযান চালিয়ে চক্রটির আরও তিন সদস্যকে আটক করা হয় বলে জানান তিনি।  

র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ১০টি নকল সোনার বারসহ নকল সোনার হাতলযুক্ত দুটি চামচ, একটি পপলাল মেটাল পলিশ, হাতলসহ এক্স ব্লেড, ড্রিল মেশিন, সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরো খবর