মাস্ক না পরায় চট্টগ্রামে ৮০ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত জেলা প্রশাসন নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক নগরীর নিউ মার্কেট ও কোতয়ালী এলাকায় মাস্ক না পরার দায়ে ৫৩ জনকে ৯ হাজার ৩৩০ টাকা অর্থদণ্ড দেন।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন জিইসি মোড় এলাকায় ২০ জনকে দেড় হাজার টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী দামপাড়া এলাকায় ৭ জনকে ৪৭০ টাকা অর্থদণ্ড দেন।
এ সময় মাস্কও বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, করোনার সম্ভাব্য সেকেন্ড ওয়েভকে সামনে রেখে মানুষকে সচেতন করতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি । কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক না পরে ব্যস্ত এলাকায় ঘোরাঘুরি করছে। যা স্বাস্থ্য বিধির সম্পূর্ণ লঙ্ঘন। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে যাতে সবাই মাস্ক পরে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টিতে প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দুই শিফটে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন।