মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা বি. আলম মোল্লা হত্যা মামলার আসামি রাসেলকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, ‘রাসেলের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। তিনি রাসেল বাহিনীর প্রধান। এখন পর্যন্ত সাত আসামিকে গ্রেফতরা করা হয়েছে।’
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ মুন্সিগঞ্জ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও কুমিল্লা জেলা পুলিশের তিনটি দল। অভিযানে আলম মোল্লা হত্যা মামলার অন্যতম আসামী রাসেলকে গ্রেফতার করা হয়।
গত ৪ মার্চ ভোরে সন্ত্রাসী হামলায় সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা আলম মোল্লাসহ ৯ জন আহত হয়। তার মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তিনজনের মধ্যে আলম মোল্লার (৩৫) দুই পায়ের রগ কেটে দেয়া হয়, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫ মার্চ সন্ধ্যায় মারা যান আলম মোল্লা।
৬ মার্চ আলম মোল্লার ছোট ভাই ইমন আহমেদ সবুজ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।