পুলিশ জানায়, দুপুরে আসাদ রহমত উল্লাহ বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতেই তারা বাড়ির পাশে পুকুরের দিকে চলে যায়।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুই জন সম্পর্কে চাচাতো ভাই। শিশু দুটির নাম আসাদ ও রহমউল্লাহ।
বুধবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকায় এ ঘটনা ঘটে।
আসাদ ওই এলাকার সফিজ উদ্দিনের ছেলে ও রহমত উল্লাহ রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে আসাদ রহমত উল্লাহ বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতেই তারা বাড়ির পাশে পুকুরের দিকে চলে যায়।
শিশুদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির শুরু হয়। পরে তাদেরকে পুকুরে ভাসতে দেখে তারা।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জনান, দুই শিশুকে কবর দেয়া হয়েছে। এ ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।