মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ১০০ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলেন উপজেলার বালিয়াটির ভাটরা গ্রামের আলমগীর হোসেন (৩৪) ও রওশন বেগম (৪০)।
মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সরকার।
তিনি জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে আটকের পর তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয় সাটুরিয়া থানায়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ১০ লাখ টাকা। বুধবার তাদের সাত দিন রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকের আরও মামলা আছে।