এক হাজার ক্ষুদ্র গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা নিয়ে একটি সমবায় সমিতি উধাও হয়ে গেছে। এ ঘটনায় গ্রাহকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
বুধবার দুপুরে নগরীর বাবুরাইল বৌবাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ‘সম্মিলিত সঞ্চয় তহবিল সমবায় সমিতির’ মালিক রমজান মিয়াকে গ্রেফতার এবং তাদের সঞ্চিত টাকা ফিরিয়ে দেয়ার দাবি জানান গ্রাহকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিউজবাংলাকে জানান, প্রায় ১৮ বছর ধরে বৌ বাজার এলাকায় রমজান মিয়ার পরিবারের সদস্যরা এ সমিতি পরিচালনা করে আসছেন। গত জুলাই থেকে গ্রাহকদের সঞ্চয়ের টাকা পরিশোধ না করে এলাকা থেকে পালিয়ে গেছেন রমজান ও তার পরিবারের সদস্যরা।
১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু বলেন, ‘পলাতক রমজানকে গ্রেফতারের দাবিতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিচ্ছি। এর আগে গ্রাহকরা থানায় থানায় অভিযোগ করেছেন। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তাকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দিন।’
সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা হাসান বিভা বলেন, ‘রমজান প্রথমে মানুষের আস্থা অর্জন করেন। পরে একসঙ্গে অনেকের টাকা নিয়ে উধাও হয়ে গেছেন।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।