দুর্নীতির মামলায় সাত বছর সাজাপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান মো. নুরুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসির প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
তিনি জানান, নুরুল ইসলামকে বরখাস্ত করার পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেবকে। বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত নির্দেশে আব্দুল মোতালেবকে এ দায়িত্ব দেয়া হয়।
২০ বছর আগের একটি দুর্নীতি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামাল, প্রকৌশলী নুরুল ইসলামসহ পাঁচ জনকে সাত বছর করে কারাদণ্ড দেয় আদালত। গত ৯ নভেম্বর এ আদেশ দেয়া হয়।