গাজীপুরের কালিয়াকৈরে ১০ বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাড়ির ভাড়াটিয়া দম্পতিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে লিমু আক্তার লামিয়া নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
লামিয়া কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার সাহেব আলীর মেয়ে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত সে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার সুমন মিয়া (২৭) ও তার স্ত্রী মিলি বেগম (২০) তিন মাস আগে লামিয়াদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন।
এর মধ্যে বকেয়া পাঁচ হাজার টাকা বাসা ভাড়া নিয়ে লামিয়ার পরিবারের সঙ্গে ওই দম্পতির বাগবিতণ্ডা হয়। এ নিয়ে বিরোধের জেরে সুমন ও তার স্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় লামিয়াকে গলা কেটে হত্যার পর পাশের খালে ফেলে দেয়।
এদিকে লামিয়ার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন কালিয়াকৈর থানাকে জানায়। পাশাপাশি স্থানীয়দের নিয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে।
ওই সময় সুমন পানির নিচে লামিয়ার লাশের ওপর দাঁড়িয়ে বিভিন্ন দিকে খোঁজার পরামর্শ দেন। এক পর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে সুমনের কাছে গিয়ে তার পায়ের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে।
পরে সুমনকে আটকে পুলিশে খবর দেয়া হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্বামী-স্ত্রী দুজনকেই আটক করা হয়েছে। হত্যার কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।