মাস্ক না পরে চলাফেরা করায় ঢাকা জেলার দুই উপজেলায় ৩৩ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে সাভার ও বিকেলে ধামরাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এই দণ্ড দেয়া হয়।
সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ নিউজবাংলাকে জানান, উপজেলার কয়েকটি বাজার ও জনবহুল স্থানে মাস্ক না পরায় ১৪ জনকে অর্থদণ্ড দেয়া হয়। তাদের কাছ থেকে মোট দুই হাজার ২০০ টাকা আদায় করা হয়েছে।
তারা আরও জানান, এ সময় জনসাধারণকে সচেতন করার পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।
অন্যদিকে, ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেয়া হয়েছে। ধামরাই বাজার এলাকায় মাস্ক না পরায় ১৯ জনকে ১০০-৫০০ টাকা জরিমানা করা হয়। মোট ছয় হাজার ৭০০ টাকা আদায় করা হয়েছে।