নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার ভোরে কামরুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
কামরুজ্জামানের বাড়ি উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় (ফাটকিপাড়া) গ্রামে।
পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূ ১১ নভেম্বর বাড়ির পাশের মাঠে হাঁস খুঁজতে যান। এ সময় কামরুজ্জামান তাকে টেনেহিঁচড়ে সেচপাম্পের ঘরে নিয়ে যান। পরে গৃহবধূর মুখে গামছা চেপে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূ মূর্ছা যান। তখন কামরুজ্জামান ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যান।
পরে জ্ঞান ফিরে এলে গৃহবধূ চিৎকার দেন। প্রতিবেশীরা ছুটে এসে তালা ভেঙে তাকে উদ্ধার করে।
এ ঘটনার পর কামরুজ্জামান নানাভাবে গৃহবধূ ও তার দিনমজুর স্বামীকে ভয়ভীতি দেখান। এই প্রেক্ষাপটে রোববার রাতে গৃহবধূ বাদী হয়ে নিয়ামতপুর থানায় মামলা করেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির বলেন, কামরুজ্জামানকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।