মাগুরা সদর উপজেলায় জাকির হোসেন লিটন (৪৬) নামের এক বাস কাউন্টার পরিচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাজরাপুর ইউনিয়নের নন্দলালপুর গ্রামের পশ্চিম পাড়ায় এক চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী হেলেনা বেগম নিউজবাংলাকে জানান, সোমবার বিকেলে বাড়ির পাশের জমিতে শ্যালো মেশিন দিয়ে পানি দেয়াকে কেন্দ্র করে লিটনের সঙ্গে কথা কাটাকাটি হয় প্রতিবেশী শরিফুল ইসলামের। রাত ৯টার দিকে ১৫ জন দুর্বৃত্ত লিটনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তারা লিটনের দুই পায়ের রগ কাটে ও পরে মাথায় কোপ দেয়। ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়।
হেলেনা আরও জানান, নন্দলালপুর গ্রামের শরিফুল ইসলাম ও লিটনের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গুরুতর অবস্থায় লিটনকে আনা হলে অস্ত্রোপচার করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পথে তিনি সাড়া দেয়া বন্ধ করে দিলে মাগুরা সদর হাসপাতালে ফিরিয়ে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আরিফুল।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, জমিতে শ্যালো মেশিন দিয়ে পানি দেয়াকে কেন্দ্র করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে। অভিযুক্ত শরিফুল পলাতক আছেন বলেও জানান ওসি।
মাগুরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক বিকাশ কুমার শিকদার নিউজবাংলাকে জানান, বিকেলে মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।