সকাল সাড়ে ৯টার দিকে রান্নাঘরে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন বাচ্চু মিয়া। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ শহরে রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর কেওয়াটখালী এলাকায় এ ঘটনা ঘটে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক ফারুক হোসেন।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে রান্নাঘরে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন বাচ্চু মিয়া। পরে আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।