বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোগী ভাগিয়ে নেয়া ৬ দালাল গ্রেফতার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ নভেম্বর, ২০২০ ২১:১৪

গ্রেফতাকৃতারা হলেন রংপুরের গংগাচড়ার মো. আসাদ, নগর কোতয়ালী থানার ধাপ-চিকলির মো. আলাউদ্দীন, নগরীরকামারপাড়া এলাকার মো. মিলান, গংগাচড়ার আরাজিনার মো. রায়হান, নগরীর নীলকন্ঠ এলাকার মো. তারিক, হাজিরহাটের মো. মফিজ।

উন্নত ও সাশ্রয়ী চিকিৎসার কথা বলে রোগী ভাগিয়ে নেয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সোমবার দালাল চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

রংপুর নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, ছয়জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

গ্রেফতাকৃতারা হলেন রংপুরের গংগাচড়ার মো. আসাদ, নগর কোতয়ালী থানার ধাপ-চিকলির মো. আলাউদ্দীন, নগরীরকামারপাড়া এলাকার মো. মিলান, গংগাচড়ার আরাজিনার মো. রায়হান, নগরীর নীলকন্ঠ এলাকার মো. তারিক, হাজিরহাটের মো. মফিজ।

পুলিশ কর্মকর্তা উত্তম প্রসাদ পাঠক জানান, দালাল চক্রটি সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা কথা বলে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি কারিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এতে রংপুরের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিল।

এ বিভাগের আরো খবর