কারখানা চালু ও বেতন-ভাতার দাবিতে বরিশালে সড়ক অবরোধ করেন সোনরগাঁও টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
সোমবার সকাল ১০টায় নগরীর রূপাতলীতে অবস্থিত কারখারনার সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা।
বেলা ১১টায় নগরীর রূপাতলীতে অবস্থিত সোনগারগাঁও টেক্সইলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
সোনরগাঁও টেক্সটাইল লিমিটেডের শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।
কর্মসূচিতে আরও অংশ নেয় শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সহ বিভিন্ন সংগঠন।
এসময় বক্তারা বলেন, করোনার অজুহাত দেখিয়ে প্রায় ৮ মাস ধরে সোনারগাঁও টেক্সটাইল বন্ধ রেখেছে মালিকপক্ষ। এই সময় তাদের বেতন-ভাতাও বন্ধ রাখা হয়। কারখানার ৭ শতাধিক শ্রমিক, কর্মচারী পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।
এর আগে বেশ কয়েকবার আন্দোলন করা হলেও কর্তৃপক্ষ কোনো নজর দেয়নি বলে সোমবার অবরোধ কর্মসূচি পালন করা হয়। এরপরও তাদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, নভেম্বর মাসে এক থেকে দুইটি ইউনিট এবং ডিসেম্বরে পুরো কারখানা খুলে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।