মহানগর দায়ের জজ এ কে এম ইমরুল কায়েসের কক্ষের এসি থেকে আগুনের উৎপত্তি বলে জানিয়েছে একটি সূত্র।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে বাহিনীর দুটি ইউনিট সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।আদালতের একটি সূত্র জানায়, মহানগর দায়ের জজ এ কে এম ইমরুল কায়েসের কক্ষে লাগানো এসি থেকে আগুন ধরে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, ট্রাইবুনাল-১-এর দ্বিতীয় তলার একটি এজলাস কক্ষে আগুন ধরে। তাদের দুটি ইউনিট কাজ করে তা নিয়ন্ত্রণে আনে।