মাদারীপুরে পদ্মা সেতু রক্ষায় নদী শাসন কাজের কারণে কাঁঠালবাড়ি ঘাট পাঁচশ মিটার উজানে বাংলাবাজার এলাকায় সরিয়ে নেয়া হয়েছে।
সোমবার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল শুরু হয়।
এ দিন বেলা ১১টায় ১৩টি যানবাহন নিয়ে একটি ফেরি মাদারীপুরের নতুন এ ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে যাত্রা করে।
পর্যায়ক্রমে সব ধরনের ফেরি চলাচল করবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বিকল্প পথে আগে দুই ঘাটের দূরত্ব ছিল সাড়ে ১২ কিলোমিটার। আর বর্তমানে বাংলাবাজার-শিমুলিয়া ঘাটের দূরত্ব হচ্ছে ১৩ কিলোমিটার।
এর আগে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হয়েছিল কাঁঠালবাড়িতে।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম জানান, পদ্মা সেতুর জন্য নদী শাসনের কারণে ঘাটটি স্থানান্তর করতে হয়েছে। নতুন ঘাটে সব সুযোগ-সুবিধা থাকবে। যাত্রীদের কষ্ট হবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী জানান, ফেরি ঘাট সরিয়ে বাংলাবাজারে আনা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট ঘাটও সরিয়ে আনা হবে।