চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৩০ হাজার ৫০০ টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। গ্রেফতার করা হয়েছে দুই জনকে।
সোমবার সকাল সাতটার দিকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাকচালক শহিদুল ইসলাম ও তার সহকারী আরমান আলীকে।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট আলী আশরাফ তুষার জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালান র্যাব সদস্যরা। এসময় চালকের আসনের নিচে ইয়াবাগুলো পাওয়া যায়। ওই ট্রাকের চালক ও তার সহকারী দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করার কথা স্বীকার করেছেন।
জব্দ করা ইয়াবা। ছবি: নিউজবাংলা
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজামউদ্দিন জানান, জব্দ করা ইয়াবাসহ আটক দুই জনকে থানায় এনে বেলা আড়াইটার দিকে মামলা করে র্যাব-৭। তাদের গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।