বরগুনা সড়ক ও জনপথের (সওজ) প্রকৌশলীর গাড়ির ধাক্কায় রেদোয়ান (৪) নামের একটি শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার বিকেল পাঁচটার দিকে বরগুনা-পুরাকাটা সড়কের কেওড়াবুনিয়া কৃষি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিশুটি সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকার ইউনুস মুসুল্লির ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দোকান থেকে শিশুটি খাবার কিনে রাস্তা পার হচ্ছিল। এমন সময় পুরাকাটার দিক থেকে আসা একটি টয়োটা জিপ তাকে ধাক্কা দিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। এতে তার একটি পা থেঁতলে যায়।
শিশুটির অভিভাবকেরা সন্ধান করে জানতে পান, ওই গাড়িটি বরগুনা সওজের নির্বাহী প্রকৌশলীর। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ঘ ০২১৭৪৯।
সওজ কার্যালয়ে গিয়ে যোগাযোগের চেষ্টা করলেও শিশুটির অভিভাবকদের কার্যালয়ে প্রবেশ করতে দেননি নির্বাহী প্রকৌশলী।
দুর্ঘটনার সময় গাড়িতে নির্বাহী প্রকৌশলী হায়দার হোসেন ও চালক কামাল হোসেন ছিলেন বলে জানিয়েছেন প্রকৌশলীদের কার্যালয়ের নৈশপ্রহরী মনিন্দ্র চন্দ্র।
তিনি বলেন, ‘গাড়িটি উপবিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী উভয়েই ব্যবহার করেন।’
এদিকে ঘটনার পর চালক কামালের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
যোগাযোগ করা হলে নির্বাহী প্রকৌশলী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অনেক চেষ্টা করেও কার্যালয়ে তার সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।
এ ঘটনায় শিশুটির মামা সরোয়ার হোসেন রাত নয়টার দিকে বরগুনা থানায় নির্বাহী প্রকৌশলী হায়দারুজ্জামান ও চালক কামাল হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। শিশুটির চিকিৎসা নিশ্চিতের পাশপাশি এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’