বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝালমুড়ির প্যাকেটে ইয়াবা

  •    
  • ১৬ নভেম্বর, ২০২০ ১০:৪৫

অটোরিকশায় ঝালমুড়ি ও চিপস নিয়ে যাওয়ার সময় ওই দুই জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ঝালমুড়ির প্যাকেট খুলে ইয়াবাগুলো জব্দ করা হয়।

কক্সবাজারে ঝালমুড়ির প্যাকেটে ইয়াবা পাচারের সময় দুই জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার রাত সাড়ে আটটার দিকে শহরের হলি মোড় থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছে থাকা ঝালমুড়ি ও চিপসের প্যাকেটের ভেতর থেকে নয় হাজার ২৩৯টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

গ্রেফতার দুজন হলেন টেকনাফের সাবরাং মন্ডলপাড়া এলাকার রাশেদুল কবির ও মো. হাসান।

ডিবির কর্মকর্তারা জানান, ঝালমুড়ির প্যাকেটে করে ইয়াবার পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অটোরিকশায় ঝালমুড়ি ও চিপস নিয়ে যাওয়ার সময় ওই দুই জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ঝালমুড়ির প্যাকেট খুলে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এভাবে ইয়াবা পাচার করে আসছিল বলে ধারণা ডিবি কর্মকর্তারাদের।

তারা বলেন, এর সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে অন্য কেউ জড়িত থাকলে তাদের খুঁজে বের করা হবে।

দুজনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছে ডিবি। সোমবার তাদের আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো খবর