বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তরুণ ক্রিকেটার সজিবের ‘আত্মহত্যা’

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ২৩:৩০

দুর্গাপুর থানার ওসি বলেন, ‘তরুণ ক্রিকেটার সজিবুল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ডাক না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন। তার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।’

রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে তরুণ ক্রিকেটার সজিবুল ইসলাম (২২) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সজিবুল রাজশাহীর দুর্গাপুর উপজেলা ঝালুকা ইউনিয়নের আমগাছী গ্রামের মোকছেদুর রহমানের ছেলে। রোববার ভোরে গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা বলছেন, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় তালিকায় নাম না থাকায় হতাশায় ভুগছিলেন সজিব।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, ‘তরুণ ক্রিকেটার সজিবুল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে ডাক না পাওয়ার হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন। তার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।’

তার বড় ভাই তশিকুল ইসলাম জানান, ছোটবেলা থেকেই ক্রিকেট খেলার প্রতি ভীষণ ঝোঁক সজিবের। ২০০৮ সালে সজিব রাজশাহীর কাটাখালীর বাংলা ট্র্যাক ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন।

অসাধারণ নৈপুণ্যে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব ১৫, ১৭ ও ১৯ দলে খেলেছেন। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন এশিয়া কাপে। টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৯৫ রান সংগ্রহ করেছিলেন। সম্প্রতি সজীব বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফট থেকে বাদ পড়েন সজিব।

তশিকুল আরও জানান, শনিবার রাত ১০ টার দিকে সজিবুল রাতের খাবার না খেয়েই শুয়ে পড়েন। সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির পরিচালক আব্দুল মুক্তাদির জানান, ‘সজিব খুবই ভদ্র, সহজ সরল ছেলে। প্রশিক্ষক খালেদ মাহমুদ সুজনও তাকে নিয়ে অনেক আশা করতেন। হঠাৎ করে তার এ অস্বাভাবিক চলে যাওয়া বেদনার।’

ওসি হাসমত আলী জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এ বিভাগের আরো খবর