জামালপুরের সরিষাবড়িতে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে।
বিএনপির নেতারা বলছে, মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় রোববার দুপুরের এ ঘটনায় একটি প্রাইভেটকার ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তবে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম নিউজবাংলাকে জানান, বিএনপির ৩জন নেতার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের নিয়ে গাড়িবহর নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে যান তিনি। গাড়ি রেখে কবর জিয়ারতের সময় হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে প্রাইভেটকার ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে।
সরিষাবাড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ নিউজবাংলাকে জানান, ‘জেলা বিএনপির সভাপতি শামীম তালুকদার গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক স্লোগান দেন।’
বিএনপির নেতাকর্মীদের ওপর ক্ষমতাসীন দলের সমর্থকদের হামলার বিষয়টি স্বীকার করেন সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম। বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা ৩০-৪০টি মোটরসাইকেল নিয়ে স্লোগান দিয়ে যাওয়ার সময় উপজেলার বনগ্রামের রাজামোড়ে পৌঁছালে আওয়ামী লীগের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। সেখানে ভাঙচুর বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননিই বলেও জানান তিনি।