পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ২১ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার প্রথম সংঘর্ষের পর রোববার দুপুর পর্যন্ত উপজেলার করমজা ইউনিয়নের আফড়া গ্রামে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুইজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রামের নেকবার আলী ও কাজী লাল প্রামানিকের মধ্যে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নেকবার পক্ষের এমদাদুল জমি চাষ করতে গেলে সীমানা নিয়ে কাজী লাল পক্ষের কালু মেম্বরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শনিবার দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
রোববার সকাল ১০টার দিকে নেকবার পক্ষের লোকজন মাঠে কাজ করতে গেলে কাজী লালের লোকজন সংগঠিত হয়ে হামলা চালায়। এক পর্যায়ে নেকবার পক্ষের লোকজন পিছু হটলে তার বাড়িতে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার হামলায় পাঁচ-ছয়টি বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়েছে। হামলার সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে একজন গুলিবিদ্ধসহ ২১ জন আহত হন। আহতদের সাঁথিয়া, বেড়া, পাবনা ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কাজী লাল পক্ষের কালু মেম্বার ও নেকবারের পক্ষের বেলালকে আটক করা হয়েছে।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।