চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার টাইগারপাস থেকে রোববার আবু হানিফ (৪৫) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি নগরীর দামপাড়ার ব্যাটারিগলির বাসিন্দা। তার বাড়ি নোয়াখালী জেলায়।
দুপুরে টাইগারপাস সংলগ্ন বাটালি হিলের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার।
নিউজবাংলাকে তিনি বলেন, আবু হানিফ টাইগারপাস এলাকায় একটি হোটেলে কাজ করতেন। শনিবার রাতে হোটেল মালিকের সঙ্গে রাগারাগি করে তিনি বের হয়ে যান। এরপর থেকে তার খোঁজ মেলেনি। দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা পরিত্রাণ তালুকদার বলেন, মৃতদেহে আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।