রাজশাহী নগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
রোববার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতদের মধ্যে দুইজন নগরীর মহলদারপাড়া এলাকার ফয়সাল হোসেন (২৮) ও জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের জামরুল ইসলাম (৪৮)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দাশপুকুর মোড়ে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক অটোরিকশা যাত্রী নিহত হন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
ওসি আরও জানান, সকালে একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার আগেই একজনের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান ওসি শাহাদাত।
নগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় সকালে ১০টার দিকে মুখোমুখি দুই ভটভটির সংঘর্ষে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী জামরুল ইসলাম নিহত হন।
অন্যদিকে নগরীর শাহমখদুম থানায় বেলা সাড়ে ১১টার দিকে ফয়সাল হোসেন নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়।
সকালে তিনি পিকআপ নিয়ে নগরীর আমচত্ত্বর থেকে খড়খড়ি বাইপাস এলাকার দিকে যাচ্ছিলেন। পথে কিষ্টগঞ্জ এলাকায় একটি ভটভটির সঙ্গে সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
নগরীর শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, নওদাপাড়া ও কিষ্টগঞ্জ এলাকায় দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।