বাড়ির মালিক চিকিৎসক ফারুক বলেন, ‘দুই মাস আগে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী বাসা ভাড়া নিয়ে ছিলেন। দুপুরে পাশের কক্ষের লোকজন গিয়াসউদ্দিনের গলাকাটা লাশ দেখে আমাকে জানায়।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়াস উদ্দিন (৩১) নামের এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার তারাব পৈারসভার রূপসী খাদুন এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গিয়াসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সূত্র উদ্ঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে।
বাড়ির মালিক চিকিৎসক ফারুক বলেন, ‘দুই মাস আগে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী বাসা ভাড়া নিয়ে ছিলেন। দুপুরে পাশের কক্ষের লোকজন গিয়াসউদ্দিনের গলাকাটা লাশ দেখে আমাকে জানায়। পরে আমি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’