বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তর্কের জেরে হামলা, ব্যবসায়ী নিহত

  •    
  • ১৫ নভেম্বর, ২০২০ ১৬:৪৯

শনিবার রাতে জিয়াকুলি বাজারের চায়ের দোকানে বসে বাড়ি নির্মাণের নকশা তৈরি নিয়ে বাকি মাতুব্বর ও আদু তালুকদারের মধ্যে তর্ক হয়। রাতে বাড়ি ফেরার পথে আদু ও তার লোকজন ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে বাকি মাতুব্বরকে জখম করেন।

ফরিদপুরের নগরকান্দায় বাজারের চায়ের দোকানে তর্কের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় রোববার ভোরে ঢাকায় নেয়ার পথে মারা যায় তিনি।

নিহতের নাম বাকি মাতুব্বর (৫৫)। তিনি নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন বাকি মাতুব্বরের ছেলে রাশেদ মাতুব্বর, স্ত্রী সাজেদা বেগম ও প্রতিপক্ষের আদু তালুকদার।

স্থানীয়রা জানান, বাকি মাতুব্বর বাজারে টিনের ব্যবসা করতেন। শনিবার রাতে জিয়াকুলি বাজারের চায়ের দোকানে বসে বাড়ি নির্মাণের নকশা তৈরি নিয়ে বাকি মাতুব্বর ও আদু তালুকদারের মধ্যে তর্ক হয়। উপস্থিত লোকজন তাদের শান্ত করে করেন।

রাতে বাড়ি ফেরার পথে আদু ও তার লোকজন ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে বাকি মাতুব্বরকে জখম করেন। বাকির চিৎকারে তার ছেলে ও স্ত্রী এগিয়ে এলে তাদের ওপরও হামলা করেন আদু তালুকদার।

উভয় পক্ষের মারামারিতে আদু তালুকদারও গুরুতর আহত হন। পরে দুজনকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাকি মাতুব্বরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছিল। পথে রোববার ভোরে তার মৃত্যু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বাকি মাতুব্বরের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও এই কর্মকর্তা জানান।

এ বিভাগের আরো খবর