বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী সনদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা মওকুফ করে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
রোববার বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে তারা এই মানববন্ধন করেন। বাংলাদেশ সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদের জেলা শাখার আহবায়ক রোমেজা আক্তার মাহিনের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক উদ্ধব চন্দ্র সরকার, সদস্য সচিব মো.সাইদুর রহমান ও সদস্য মিজানুর রহমান বক্তব্য রাখেন।
মানববন্ধনে জেলা আহবায়ক রোমেজা আক্তার মাহিন বলেন, করোনা মহামারির কারণে স্কুল-কলেজেরে শিক্ষার্থীদের পরীক্ষা পর্যন্তও মওকুফ করেছে সরকার। আমরা সেখানে লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে তালিকাভুক্ত করার জন্য সরকারের কাছে অনুরোধ করেছি। আমরা আশা করি দ্রুত বার কাউন্সিল শিক্ষানবিশ আইনজীবীদের তালিকাভুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে।
যুগ্ম আহবায়ক উদ্ধব চন্দ্র সরকার বলেন, প্রিলিমিনারি পরীক্ষায় উর্ত্তীণ হয়েও দীর্ঘদিন লিখিত পরীক্ষার জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। করোনাভাইরাস ও শিক্ষানবিশ আইনজীবীদের কথা চিন্তা করে দ্রুত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করা হোক।
২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৮৭৮জন শিক্ষানবিশ আইনজীবী উর্ত্তীণ হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শিক্ষানবিশ আইনজীবীরা।